চিরকুট ডিসেম্বর ২০২২

 


ডিসেম্বর ২০২২ এ উজ্জ্বলের কবি দু’জন। রাখী সরদার ও লিটন শব্দকর। দু'জনেরই ৫টি করে কবিতা প্রকাশ পেল এই সংখ্যায়। রাখীর কবিতা “হিরণ্ময় রাত্রির ভাস্কর্যে এবং জ্যোৎস্নার লাবণ্যে” ভরপুর আর লিটন আসলেন তার অরণ্য সিরিজ নিয়ে – “শহর সরিয়ে ক্লান্ত খানাখন্দ” বয়ে অথচ “সাদা বেগুনি লতানো শিমফুলে বিস্ময়” জাগিয়ে। পাঠকদের ভালো লাগবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন