সোমা ঘোষের ৫টি কবিতা
স্বীকারোক্তি
(১)
ডাকনামে হাই তোলে হেঁশেল ঘেঁষা বেড়াল।
বাড়তে থাকে ঋণ,
আজ আমাদের পাড়ায় নাবালিকাদের
দৌড় প্রতিযোগিতা।
(২)
সনাক্তকরণ সূত্রে গজিয়ে ওঠে চারা-
এখন তারা বৃক্ষ।
মৃগয়া ভ্রমণে মুরারি মোহন স্বয়ং
পথের ধারে শূন্য হাতে মেধাবী বিকলাঙ্গ।
(৩)
বাষ্পমোচনের জন্য মায়া ফেলে যায়
পুটুসের ঝোপ।
নিজের চোখের মধ্যে মিল খুঁজে পাই
দাবানল তখন কি ভীষণ বিপজ্জনক
রজনীগন্ধা আর অঙ্ক পারদর্শী কলম।
(৪)
অথচ কি অনায়াসে রঙীন জাদুকর
রূপান্তর ভঙ্গিমায় শিস দিতে দিতে -
চাঁদের ছায়ায় বিলি কেটে পা পা –
ফিরে তাকায় না তারা কেউ ই
জিতে যাবে না জেনেও...
(৫)
মশার ধুপ জ্বেলে সতর্কতা ছড়িয়ে বসে আছো —
কিশোরের মন থেকে তবু কিছুতেই সরছে না অগ্নিসত্র,
দ্ধগ্ধ ক্লাশরুম,
কগাছা কাঁচের চুড়ি স্নেহ হাত,
জনমত জনপথ...
মানুষ খেকো রোদের ইতিহাস।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন