জানুয়ারি ২০২৫এর কবি আমিনুল ইসলামের একগুচ্ছ কবিতা

 




আমিনুল ইসলামের একগুচ্ছ কবিতা

 

পলাশবনির অলিগলি 


হাড়ের অক্ষরে-লাগা প্রাণ



মনের করোটি খুলে 

একটা জানলা কী যেন কী আঁকব ভেবে

রংহীন-তামা। ঘোলাটে। একেবারে নরম জল নয় 

কিন্তু ঠিক কতটা পারদের শিরদাঁড়া বেয়ে 

ওপরে যাবে তাও বলা যাচ্ছে না

অথচ আনন্দ-পাচ্ছের ভেতরও হাওয়া-করছে উত্তেজনা

পূজার-অভ্যন্তরে আলোকিত এক জ্যোতি

কিংবা না

আবার হয়তোবা! 

জ্যোতির্ময়ই তালা খুলে অন্যমনষ্ক বিছিয়েছিল 



কোন চালাকিই নদীরং সাজতে জানে না

আর জানে না বলেই কৌতূহল 

প্রতিমা হয়ে উঠছিল করোটির অনেকাংশেই




চারাসতেজ গাছপালায় বেজে উঠছে এসরাজ




জানিনা কী যেন কী একটা ধুন হাড়ের ভেতর ফুঁ-দিচ্ছে 

সুজাতার তারে কী যেন কী বাজিয়ে দিচ্ছে সজল 



গাছপালা সেসব টের পায় কিন্তু মুখে বলে না

হয়তোবা বলতেও চায়। বোঝাতে পারে না 



কানের দরজায় একটা বোলতা উড়ে-যাচ্ছের অনুভব 





সমীরণের হাড়ে বাঁশি বাজাচ্ছে ঢেউ




একটা নীলিমা হয়ে উঠছে 

দেখে আশ্চর্যের শেষ নেই 

একটা শুরুর দমকা অন্তরা হয়ে যেতেই ~



অলোকের নন্দন-টনক



একটা কায়াকল্পের অঙ্গন 

সদ্য যুবতী হয়ে উঠতেই



মুহূর্তকে ভেঙে টুকরো হচ্ছে আয়নাও



কিন্তু চোখের পাতায় কুড়োনো যাচ্ছে না 

ভেবে রঙিন হয়েওঠারাও থমকে জুতো পড়ছে 

 

 

 

সোনাঝুরির রক্তনালির ফাঁকে কী-যেন-কী 




মনে হওয়া-তামাক মাদকতা বুনে বুনে 

খুব মিষ্টি একটা কেমন যেন না-বলতে-পারা 

রোদের পাঁজরে সেলাই করছিল পাখিদের 



সেই গন্ধ আগলে রেখে বিভোর জল

আলপিন ডুবিয়ে হত্যা করছিল বাতাস



নিজেকে নিজের থেকে ছাড়িয়ে খাঁমছে

চিপকে দিতে দিতেই জন্ম নিচ্ছিল আবার



আর এই মুহূর্ত সুডৌল-স্তনকেও বাউল করে তুলছিল




গুগল ম্যাপে ঘুমন্ত রাস্তাগুলো 




একটা মনে হওয়াকে শান দিতে দিতে অনিন্দিতাও দুপুরের নদী

অন্য কারোর মনের পাশদিয়ে কি সে হাঁটতে পারে না! 



নক্ষত্র ছাপিয়ে ভরাডুবি আঁকতে চাইছে তুলির অনুপ

কিংবা এক নতুন মনে-হওয়ার ফাঁদে 

অনূদিত হচ্ছে রাধিকা 



গোবিন্দ জানেন এইসব তুলোধোনা 

কতটা সচেতন যন্ত্রণার জলে ডুবে 

সহজলভ্য মৃত্যুকে পাশ কাটিয়ে যেতে পারে  





হারমোনিয়ামের রিডে রোদের কলকব্জা



জানি না মীরার ফোনকলে কেন যে এই নিঃসঙ্গতা 

আদিরস নিংড়ে অলোকের মনে সুজাতাও কি 

বাজিয়ে দিতে পারে ঘুঙুর!



হারমোনিয়াম জানে না 

কতটা ভালবাসায় দুর্গা আবার দরজা খুলে নক্ষত্রের মেক-আপ পরবে 







 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন