স্পন্দন বিন্দু
~~~~~~~~~~~
অসহায় পরিণতি জানে অচেনা সে স্থপতি
পর্দার আড়ালে নিজস্ব বরণ আলো
অজস্র অনুকরণ বেঁধেছে অকারণ পরিণতি
দুরন্ত যৌবন জানে সকল নীল অবাধ্যতা
অলঙ্ঘনীয় সময় ডেকে নেয় মুক্তি অমরত্বের
#
আদিমতা মুছে গেছে সুভদ্র উচ্চারণে
অগোচরে ছুঁয়ে গেছে শরীর প্রপিতামহের হাতের স্পর্শ
উধাও নিসর্গ বেলার প্রণয়ী উন্মুখ সুবচন
শর্তহীন বাঁধন ছিঁড়ে ভেসে যায় বাতাসের হাহাকার
নিত্যদিনের সকল ভালো থাকা আলো হয়ে ফোটে
#
প্রাচীন কথকতা জানে শরীরে জড়িয়ে অক্ষর মালা
অমল কথারা রূপকথা পরিধি ঘিরে মনোময়
আশ্চর্য ঐশ্বর্যে পরস্পর মুখোমুখি নির্বাক অবসরে
আবিশ্ব তখন নতজানু বিনম্র সে আলো ঘরে
তখন আশ্চর্য অনুভবে হৃদয়ে স্তবের স্পন্দন বিন্দু

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন