জয়ন্ত চট্টোপাধ্যায়

 

পাহাড়ে    
#######  

যে কবিতাটি পাহাড়ে লেখা তাতে চা-পাতার সবুজ
পাইনের গলাগলি মেঘ-কুয়াশার জাল বোনাবুনি


পাকদণ্ডির রং লাভক্ষতির পরিসংখ্যান ঝুলন্ত ঘরবাড়ি
চড়াইয়ের হাঁপটান উতরাইয়ের শান্তিশ্বাস।
কোলাহল বিলাসের অন্যনাম। সুখাদ্যের রসায়নে
চোরাজীবের আত্মহনন।
মোমবন্ধু আগুনের খোয়াবজরির সংসার
আবরণের উন্মুক্তউচ্ছ্বাস জাতিতত্ত্বের ভণ্ডামি।
গুণ্ডামির গা ঘেঁষে লোকাল গডফাদার কথার তাণ্ডব
আলভাঙা বান অ-সুর গানের উদ্দাম রগছুঁয়ে
গুলি ছোটে প্রতিমা ভাসান নীলজ্যোৎস্নায় ভেসে যায়
চিরঢালু পথের গমন।
অনবদ্য লিখেছে অত্যাধুনিক কথার স্বরলিপিগুলি
পিয়ানো কাঁদিয়ে তোলা সুর।আন্ডারডগ সুখের নির্মাণ
ডিজের ললিত হননকলা খরজালে মাছের মোড়ক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন