কিছু কথা /
সেই কবেকার কথা , রুমালে যেবার ফ্রেঞ্চ নট
দুপুরের সাপলুডো , মুঠোখোলা ভাতঘুম পাখি
ধুতুরার ঘন ঝোপে , মৌন মনে বেপরোয়া মেঘ
পাড়ার বয়স বাড়ে , নদীও গড়ে নতুন পথ
তবুও তো স্রোতস্বিনী , বয়ে যায় বুকে অবিরাম - - -
তারপর ধুধু মাঠ , উদাসী বাঁশি - বৈরাগী গান
কিছু কথা বড্ড একা, একান্তে প্রথিত ছদ্মনাম।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন