এই সংখ্যার সঙ্গে উজ্জ্বলের এক বছর পূর্ণ হলো। আমরা আপ্লুত যে গত এক বছর ধরে আমরা উচ্চমানের কবিতা প্রকাশ করতে পেরেছি নিয়মিত এবং কবিদের সামান্য হলেও কিছু সাম্মানিক দিতে পেরেছি। এই বিষয়ে আমি মেঘনা চট্টোপাধ্যায়ের অবদান বিশেষ ভাবে উল্লেখ করতে চাই। মেঘনার সাহায্য ছাড়া উজ্জ্বল এতদূর কিছুতেই আসতে পারতো না।
জানুয়ারি ২০২৩ এ উজ্জ্বলের কবি দু’জন। কমলিকা দত্ত ও রাজেশ গঙ্গোপাধ্যায়। দু'জনেরই ৫টি করে কবিতা প্রকাশ পেল এই সংখ্যায়। পাঠকদের ভালো লাগবে বলে আমাদের ধারণা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন