সম্পাদকীয়

 


উজ্জ্বল এবার প্রকাশ করল দু'জন কবির গুচ্ছকবিতা। উজ্জ্বলে প্রকাশিত সব কবিদের কাছে আমাদের অনুরোধ উজ্জ্বলের বেশি বেশি করে প্রচার করুন। উজ্জ্বল আরো অনেক বেশি প্রচার না পেলে তার পক্ষে এই ফর্মে বেঁচে থাকা শক্ত হবে।

সব্যসাচী মজুমদার

 


এই মাধুকরী

____________

১.
রজঃ অস্হির গ্রামটির সম্মুখে
একঝাঁক বুনো টিয়া উড়ে যাচ্ছিল

চয়ন ভৌমিক


ঋতুগন্ধ ও মৃত্যুঞ্জয় চাঁদ / 

১)

যন্ত্রণার এক হাত নীচে শুয়ে আছ তুমি। উপরে তারাভরা আকাশ সঙ্গে অর্ধেক চাঁদ আর অর্ধেক কলঙ্ক।

সম্পাদকীয়

 

Photo courtesy : Google

উজ্জ্বলের একটা সম্পাদকীয়তে Yale University Press এর সুপ্রতিষ্ঠিত “publish the debut collection of a promising poet” এর কথা উল্লেখ করেছিলাম।

দীপ শেখর চক্রবর্তী

 

জলের শরীর

...................

যে কোনও সম্পর্ক এখন সেতু দিয়ে পারাপার করি

জলস্পর্শ করি না

সুদেষ্ণা ব্যানার্জি

 


মীনলগ্ন জাত

############
মীনদশা কাটিয়ে উঠে পেখমে কবিতা বুনছে বিশল্যকরণী।

সুপ্রভাত মেট্যা

 

অমানিশা

####################
কথা ক্রমশ সরু হয়ে মিহি অন্ধকার,
তারপরে প্রেম,ঘোর....

ধৃতিরূপা দাস

 

রেচনে বাধ্য প্রাণীর স্বর
###################
জোঁক নেই,তাপ নেই, সারভাগ শষ্যে
দুখ-লাল গুড় চায়, মদ চায় শবটি।