সুদেষ্ণা ব্যানার্জি

 


মীনলগ্ন জাত

############
মীনদশা কাটিয়ে উঠে পেখমে কবিতা বুনছে বিশল্যকরণী। ত্রাহিমাম্ সংকল্প রদ করে ভেসে উঠছে মরা শূককীট। ঠগের রাজত্বে মাথাচারা দিয়ে ফের বিলীন হয়ে প্রজাপতির কঙ্কাল বয়ে বেড়াচ্ছে বিষণ্ণ হরিণী। কস্মিনকালেও বঞ্চিত পায়নি সফলতা অথবা মাত্রাতিরিক্ত পতনে চাষাবাদ করেছে বদান্যতা। সঠিক চালে মাতিয়ে তুলছে ক্ষেত খামার। 

এরপরও হাততালি পড়বে কিছু। কিছু বাহবা ফাঁকা মাঠে গোল দিয়ে মুচকি হাসবে। আর যাদের নিঃস্ব হবার মতো নতুন কিছু নেই তাদের ছাদের তলায় ইঁদুরে পুঁথি কেটে গুঁড়ো করে দেবে। তারপরেও কেউ কেউ সমবন্টনের বুলি আউরে ঘুমিয়ে যাবে লোটা কম্বল নিয়ে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন