অমানিশা
####################
কথা ক্রমশ সরু হয়ে মিহি অন্ধকার,
কলি নাম্নী যুগের প্রিয়বাসে গিয়ে চক্ষু হারিয়ে যায় ।
আহা অন্ধ হওয়া কীযে ভালো অমানিশা!
রাত্রিলিপির ছোঁয়া অক্ষরে আদরবাতি জ্বালিয়ে
কেমন পঙ্ ক্তির মিলন ভাষ্যে ,অসুখের সুখ পাওয়া যায় ।
আর স্বর্গ-স্বপ্নের কথা ভাবিয়ে তোলে রোজ।
সেতো যেকোনও পরীর কবিতা সেখানে ডানা ঝাপটিয়ে,
রঙিন আকাশে বাতাসে ওড়ে ,তাইনা অমানিশা ?
সৌন্দর্যের আশ্চর্য সীমানায় নীলসাহসীর ঢেউয়েল শরীর
নগ্ন নেচে নেচে বেড়ায় !
আর ওইযে এক বিদুশি রাতের মিলনাঙ্ক,
সেওতো তোমারই মধুর সরলীকরণের,তাইনা অমানিশা ?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন