![]() |
| Photo courtesy : Google |
উজ্জ্বলের একটা সম্পাদকীয়তে Yale University Press এর সুপ্রতিষ্ঠিত “publish the debut collection of a promising poet” এর কথা উল্লেখ করেছিলাম।
এই সিরিজে প্রচুর নামকরা আমেরিকান কবির প্রথম বই প্রকাশ পেয়েছে এবং এখনও পাচ্ছে। ২০১৯ সালে এই প্রাইজ পান জিল ওঝর (Jill Osier) তাঁর প্রথম বই The Solace is not the Lullaby এর জন্য। বিচারক ছিলেন নামকরা আমেরিকান কবি কার্ল ফিলিপ্স। বইটির মুখবন্ধে কার্ল ফিলিপ্স লেখেন যে “After all our sophistication, we humans still love a story, often one that unfolds in ways that are counter to how life actually unfolds.” উজ্জ্বলের প্রত্যেকটি কবি এবং পাঠককে উপরোক্ত এই লাইনটি পড়তে এবং সেই নিয়ে ভাবতে অনুরোধ করছি। আমেরিকান কবিতা যে আবার পাঠকের সমাদর পাচ্ছে (আমেরিকার National Endowment For The Arts জানাচ্ছে আমেরিকাতে কবিতা পাঠকের সংখ্যা দ্বিগুণ হয়েছে গত পাঁচ বছরে) তার রহস্যের একটি বড় অংশ কার্ল ফিলিপ্সের ওই “After all our sophistication, we humans still love a story” লাইনটির মধ্যে লুকিয়ে আছে। বাংলা কবিতা কি এ নিয়ে ভাববে না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন