তন্দ্রার কোলে স্বপ্ন /
ঘুমের খোলা ফাটিয়ে উঠে বেরিয়ে এসেছে তন্দ্রা
তার দিকে উবু পিঠ নিয়ে কুরুশ-কাঁটায় রাত
বুনে চলেছে নিঝুম; রাত আড়াল করে, পিছিয়ে,
মগ্নতার জন্ম দেখতে দেখতে পেছনের দরজা দিয়ে
নিকনো উঠোনে নামে তন্দ্রা
তন্দ্রার কোলে স্বপ্ন /
ঘুমের খোলা ফাটিয়ে উঠে বেরিয়ে এসেছে তন্দ্রা
তার দিকে উবু পিঠ নিয়ে কুরুশ-কাঁটায় রাত
বুনে চলেছে নিঝুম; রাত আড়াল করে, পিছিয়ে,
মগ্নতার জন্ম দেখতে দেখতে পেছনের দরজা দিয়ে
নিকনো উঠোনে নামে তন্দ্রা
এরপর আর কথা হয়নি সূর্য ডুবলে
জলে ছায়া পড়লে চোখ আড়াল করে ফিরেছি
নিতান্ত চলে যাওয়ার নতুন কি গল্প হয়?
তবু বুকে পেরেক ঠুকতেই থাকে সময়
ইত্যাকার কথামালা #
সেই যে কৈশোরে ছেড়ে আসা নদী, তার ছলাৎ ছলাৎ
বুকের গভীরে নিয়ে আমি তো হেঁটেই যাচ্ছি পরিযায়ী;
ভারতবর্ষ থেকে এশিয়ার অন্যপ্রান্তে, ইউরোপ হয়ে
সোজা আফ্রিকার জঙ্গলে, অস্ট্রেলিয়ার ঘাস-সবুজে