দেবাশিস সাহা

 

চশমার কান্না #

নৌকো কাঁধে হাত রাখছে

জলও প্রস্তুত

কিন্তু এত প্রজাপতি উড়ছে আঙুলগুলোয় 

গলুই কী করে ছুঁই !


তার চেয়ে গায়ে মাখি নিরিবিলি ঝাউবন

চশমার কান্না মুছি চাঁদের গুঁড়োয়

দু'চারটে পলাশ ফোটাই না-ফোটা

                   পাথর চিরে....

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন