তন্দ্রার কোলে স্বপ্ন /
ঘুমের খোলা ফাটিয়ে উঠে বেরিয়ে এসেছে তন্দ্রা
তার দিকে উবু পিঠ নিয়ে কুরুশ-কাঁটায় রাত
বুনে চলেছে নিঝুম; রাত আড়াল করে, পিছিয়ে,
মগ্নতার জন্ম দেখতে দেখতে পেছনের দরজা দিয়ে
নিকনো উঠোনে নামে তন্দ্রা
ঘুমের খোলস ভেঙে তন্দ্রা দেখেছে ঘুমন্ত এই
আয়োজন, সমারোহ— সদ্য লেবুফুল-ফোটা
সুগন্ধি বিছিয়ে রেখে রাত নামছে পাশের জলায়
কলমিলতা সরিয়ে সরিয়ে তুলে আনছে শাপলা...
ঘুমের খোলস ভেঙে তার মনে পড়ে জাগরণ,
মনে পড়ে মাঝরাতে দুগ্ধ-তৃষ্ণার্ত শিশুর মতো
একটি দুরন্ত-কোমল স্বপ্ন তন্দ্রার কোলে বসিয়ে
কে যেন বলছে, দোলা দাও... আমি দুধ নিয়ে আসছি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন