বাংলা কবিতা চর্চার এক নতুন দিগন্ত
এপ্রিল পাহাড়
কুলুকুলু:
পাহাড় ভাঙে ঝোরা
হিম শীত
বন্ধ কপাট
সে আমার পুরুষ হওয়ার রাত
শোঁ শোঁ
সমুদ্র বাতাস (নোনা আর চিটেল)
জানুয়ারি নিশি
মগ্ন চাঁদ:
সেই শেষ কুমারীকাল
তখন তুই যুবতী হলি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন