প্রনব কুমার কুণ্ডু (রুদ্র)

 


জলঠুংরির মেঘ




গাছের ভিতরে শুয়ে অন্ধকার

জীবন বাড়ির কথা বলতে পারেনা উন্মাদ

জড়বৃক্ষ ডাল-ভাত রুটি-তরকারি কষতে জানেনা

প্রেমমুখর কোন ঠিকানাও রাখেনা

অগোছালো সংসারেও দিব্যি পার হয়ে যায় দিনরাত সূর্য


পাউরুটি চাকুর বন্ধুত্ব

খাদ্য খাদকের সম্পর্ক

রক্তে বেড়ে চলা ক্রিয়েটিনিনের সাথে-

কিডনির সখ্যতা;

স্রষ্টা, জন্মকাল থেকে বিপরীত করে রেখেছেন


আরশিতে দেখা যথাযথ পথকে ঝাঁকুনি দেয় চলতি চাহিদা, দর্শন

নরম বুকের ঘরে ভয়ঙ্কর শব্দবাজি গিজগিজ করে

এক চলা, অন্য পথে স্পষ্টতর অনৈতিক হয়ে পড়ে

সময় নেই, কেউ বলবেনা, সামনেও আসবেনা

বলবেনা- পুড়িয়ে দিলেই ভিতরের অন্ধকার আলো হয়ে যায়

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন