সম্পাদকীয়

 


উজ্জ্বলের বয়স দু’মাস পূর্ণ হল। এই দু’মাসেই উজ্জ্বল বাংলা কবিতায় একটা বিশেষ ছাপ রেখেছে, নবীন এবং প্রতিষ্ঠিত কবিদের দারুণ, দারুণ সব নতুন কবিতা তুলে ধরে। যে ভাবে প্রতিষ্ঠিত এবং নবীন কবিরা উজ্জ্বলকে সাফল্যে সাজাতে এগিয়ে এসেছেন, তাতে আমরা সত্যিই আপ্লুত।

আরো লেখা চাই আমাদের। ভাল লেখা। দারুণ ভাল লেখা। 

এবারের সংখ্যায় আমরা কবিতা প্রকাশ করলাম পাঁচটি। পাঁচটিই অসামান্য। সবাইকে পড়ে দেখতে অনুরোধ করছি। তার সঙ্গে অনুরোধ ভালো কবিতা পাঠানোর। আমরা সামান্য হলেও লেখা প্রকাশ পেলে কিছু সাম্মানিক দিই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন