সমর সুর

 


হেডমাষ্টারের মেয়ে

 

মেয়েটি শীতের সকালে আইসক্রীম খাবে বলে

দৌড়ে যাচ্ছে বরফকলের দিকে

দেখে,তখনই রোদ উঠলো ঝনঝনিয়ে।

ঘর থেকে ঝাঁপিয়ে পড়ল রেলিং জুড়ে লেপ তোষক,কাঁথাকম্বল।

স্নান সেরে হেডমাষ্টারের মেয়ে সিঁড়ি বেয়ে দ্রুত

উঠে যাচ্ছে ছাদে

তার কানের দুল থেকে আলো ছিটকে পড়ে শরৎ বসু লেনে।

ফ্লিপকাট থেকে কম্বোপ্যাক জুতোজোড়া দিয়ে গেলো

রাখালবালক

ক্যাশ এ্যান্ড ডেলিভারী।

কোথাও কি রোদ বিক্রি হয় অনলাইন শপিং

তাহলে বলো গাছেরা আমাকে রোদ নয় ছায়া দেবে বলেছে

সমগ্র গ্রীষ্মকাল জুড়ে।

ভূলত্রুটি মার্জনীয়,হেডমাষ্টারের মেয়ে গান গাইছে খোলা চুলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন