আশ্চর্য এগারো মিনিট
আজ্ঞাচক্র থেকে সেই অমোঘ বার্তাটি
পিছলে এলে অকালবর্ষণ শুরু হয়
যেখানে আলো ও ছায়া মাখামাখি,
মালহার বাজাচ্ছেন আমজাদ আলি।
সৃষ্টি দাঁড়িয়ে একটু তফাতে
সেখানে সামান্য আবছায়া থাকায়
দেখা যায়না বরাভয় আয়ত মুদ্রাটি,
সামান্য সময়, মাত্র এগারো মিনিট কেটে গেলে
একজন গুছিয়ে নেয় চশমা ও নতুন দেশলাই
অন্যজন আলো জ্বালে
ময়লা নোট পাল্টাতে বলে
এগারো মিনিট ঠিক, অকালবৃষ্টি শেষ
স্ট্রিটল্যাম্প জ্বলে ওঠে আর
মালহার থামিয়ে দেন আমজাদ সাহেবও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন