সৌমিত্র চট্টোপাধ্যায়

 



সব ঠিকানার নির্জনে


 

এইখানে সব ঠিকানার নির্জনে

মিলেমিশে অভিনব স্রোত 

মিঠেকড়া মায়ারঙের পূর্ণ স্তবক

 

মাটি হয়ে গেছে পুরোনো পংক্তি 

নেশা লাগে যদি হেঁটে যায় 

শিকারি কাঠবিড়াল 

তার আনত শরীর ছুঁয়ে নতুন বৃক্ষ পদাবলি

 

জাদুকরি তুলোর অবয়ব ভেসে বেড়ায় 

থামেনি সন্তরণ অতুলনীয় অগ্নিবাণে

 

শিকড় পৌঁছে গেছে অবহেলায় 

যেখানে নিভেছে দীপের চলাচল 

ফিরতে হবে 

পাথেয় শুধু স্বর্গীয় বিষাদ ..

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন