শূন্য থেকে #
যেভাবে ফুরিয়ে যায় একটা দিন
একটা রাত যেভাবে ভোরের শরীরে মিশে যায়
মিশে যায় চাঁদ খুব ঝকঝকে আলোয়
একটা পথ যেভাবে আরেকটা পথের শরীরে
মিশে যায় দীর্ঘ আন্দোলন ছাড়াই
পাতা পড়া শব্দের উত্তেজনা থেকে
বসন্ত থেকে
মিঠে হাওয়ার শরীরের তুমুল উন্মাদনা থেকে
সরিয়ে সরিয়ে
এক খন্ড আবরণের ভিতর মিশে যাই
জল হীন বীজের সুপ্ততা
কী এক দীর্ঘ সংযমে
বৃহৎ শূন্য রচনার উল্লাস মনে রেখে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন