কী হবে হে হৃদি #
কী হবে হে হৃদি ভাঙা দুনিয়ায় মন চষে
অনেক তো হল, বদলে গিয়েছে প্রেক্ষাপট
মোর পাওয়ারের ঠেলায় গিয়েছে প্রেম খসে
আস্তিনে ঢাকা ফণাই জানে হু কলস্ দ্য শট
যা যা লেখা হয়, তার অর্ধেক অতিরঞ্জিত
যা ভেবে এসেছ, তার চুড়ো ধুলোতে খানখান
আজ সাম্যের মতো ফাঁকা বুলি নেই সংসারে
পুরনো ম্যাক্সিম উল্টে গিয়েছে, পাশার দান
গ্যাদার দ্য রোজ, ফুল তুলে ফেল তাল বুঝে
ফেলে রাখে যারা তাদের তোলার সাধ্যি নেই
মেটাপৃথিবীর এ রঙচঙ মাখা সংসারে
শুধু দেহ তুমি, ভেতর-ঘরে মন তো নেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন