প্রস্থান পর্ব #
মাঝে
মাঝে নিজেকে শাসন করতে হয়। ভেঙে গেলে পর তুলে ধরি ওই নতমুখ নিজস্ব আলোয়।
এই জন্মের বিস্মৃত অতীত-- নিজস্ব করোটির পাশে খুঁজতে থাকি হারিয়ে যাওয়া
মুখ, শব্দপ্রতিমা যত। জীবন আমাকে কঙ্কালজন্ম দিয়েছে-- অপমান দিয়েছে--ঘৃণা
দিয়েছে যত, ভালোবাসা দিয়ে গেছে তারও অধিক। একদিন এই অপচয়, নষ্টগদ্যের জীবন
কাটিয়ে উঠব আশা রাখি। আশা রাখি বোধিকল্পমূলে---
চলে
যেতে হবে। এইসব নদীজল লাবণ্য-ঝরনা মনে রেখে চলে যেতে হবে। আর কোনো দ্বিধা
থাকবে না, ভিতর-বাহির জুড়ে শুধু একটা কাক ডাকতে থাকবে অনন্তকাল...
প্রস্থান পর্ব-২ #
চলে যাওয়া সত্য। নিবিড় আলিঙ্গনের পর কেঁপে ওঠা শরীর সত্য। গাছে গাছে লুকিয়ে রাখা পাখির ডিম সত্য। তবু আশ্রয়চ্যুত যে দাহ, যে অবহেলার সমিধ...তুমি অপমানের ঠোঁটে আঙুল রেখেছিলে কতদিন। কতদিন আমরা জীবনকে সাজিয়ে তুলতে চেয়েছিলাম। আমাদের মোহ-প্রাচীরে উঠেছে বট, ভেঙে যাচ্ছে অন্ধত্বের অহং সব। আমার লাগানো বৃক্ষ থেকে কেবল বিষ ঝরে পড়ে--- বেদনার ফলভারে নত হয়ে থাকে...তাই চলে যেতে হবে একদিন। বিষ থেকে, বেদনা থেকে খুলে রাখছি একটু একটু বসন্তের দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন