উজ্জ্বল এক ঝাঁক পায়রার ৩য় সংখ্যা প্রকাশ পেল ঠিক সময়ে (প্রতিমাসের ১ম এবং ৩য় রবিবার) যদিও মাঝে উজ্জ্বলের নানান অসুবিধে দেখা দিয়েছিল। অসুবিধে ছিল দু'ধরণের। ১) ব্লগস্পট ফ্রি ডোমেইন ব্যবহার করার জন্য ফেসবুক নানান ঝামেলা করছিল ২) সব লেখাই ক্লিক করলে "সম্পাদকীয়" দেখাচ্ছিল। সে দুটো ঝামেলাই ঠিক করা হয়েছে। উজ্জ্বল এখন আসছে নতুন প্রফেশ্যনাল ওয়েব সাইটে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে।
৩য় সংখ্যায় লিখলেন - মীরা মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, ঊর্ণনাভ চট্টোপাধ্যায়, প্রনব কুমার কুন্ডু (রুদ্র) ও কৌশিক দাশ। ৫টি অসাধারণ কবিতা।
আমরা আবার বলছি আমরা তরুণ কবিদের কাছে লেখার মাঠটা সমতল করে দিতে চাই। ভাল লেখা পাঠান। উজ্জ্বল লুফে নেবে। সামান্য হলেও কিছু সাম্মানিকও দেবে।
উজ্জ্বল একঝাঁক পায়রা পড়ুন ও পড়ান। প্রকাশিত কবিরা যদি উজ্জ্বলকে প্রচার না করেন, উজ্জ্বল সম্মৃদ্ধিলাভ করতে পারবে না। ভাল কবিতা লেখার পাশাপাশি উজ্জ্বলের প্রচারটাও আপনাদের কাছে আমাদের প্রত্যাশা।
কবিতা পাঠান এই ঠিকানায় ujjwalpayrakobitapatrika@gmail.com মেইল বডিতে টাইপ করে নিজের একটি ছবি সহ।
ধন্যবাদান্তে
সম্পাদকদ্বয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন