ঊর্ণনাভ চট্টোপাধ্যায়

 


ছুটি

 

মাইলফলক গুলি ফিরে আসছে এক, দুই, তিন

নির্বাসন দন্ড শুধু উপস্থিত মুখ থেকে মুখে

ছড়িয়ে পড়ার আগে গিলে খাচ্ছে প্রত্যহের রোদ

বহ্নিমান ভালোবাসা এবং সেই পর্যাপ্ত শরৎ

ঝুরে ঝুরে নিঃশেষিত, বাতাসে তবুও প্রজাপতি।

কোথায় থমকে আছো ভাঙাচোরা জাদু-বাস্তবতা

নিরক্ষর মানুষেরা অন্ধকার সেলাই করছে আর

দরজার মুখোমুখি বিব্রত নতুন সকাল

আকস্মিক ছুটি এনে দিচ্ছে তাদের জীবনে।

এক নিঃশ্বাসে সেই সুখটুকু সারা গায়ে মেখে

রঙীন পৃথিবী ছেড়ে মুহূর্তে অদৃশ্য হচ্ছে তারা

অথচ আবেগাপ্লুত হয়ে আজ আমরা এখানে

বদলের প্রান্তসীমায় এসে চারাগাছ খুঁজে পাচ্ছি

খুঁজে পাচ্ছি প্রাণোচ্ছল মরমী কবিতা-আশ্বাস

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন