মেঘনা চট্টোপাধ্যায়


ভাগশেষ 

#############

চলে যাওয়ার কথাই ছিল। স্রোতও অনুকূল। 

ঝরঝর করে ভেসে যাচ্ছিল চালা,মাচা,খুঁটি,খড়কুটো, 

ঝিনুকবাটি, খোকার গলার তাবিজ, কোমরের বটফল, 

ভাঙা হাতআয়না, পুরনো পাঁজি.... আরো কত কি! 

হঠাৎ কী গাছ জানি না, তেরছা ভাঙা ডাল বাড়িয়ে 

টেনে নিলে সেই ভেসে যাওয়া মিছিল থেকে।

শতচ্ছিন্ন নীলাম্বরীর আঁচলটা আটকে গেলো খোঁচে।

জলের প্রবল তোড়ে তখনও ভেসে যাচ্ছে 

সুখ দুঃখ হাসি কান্না, গুঁড়ো গুঁড়ো ঘরগেরস্থালি। 

ভেসে যাচ্ছে অবিশ্রাম দুচোখও।

অথচ একটুকরো বেখাপ্পা চাঁদ নির্লজ্জের মতো 

তখনো ঝুলে রইলো অন্ধকার ফুঁড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন