এবারের সম্পাদকীয় অমিত চক্রবর্তীর একটি পুরনো কবিতার আখরে .........
#####
সাফল্য ডেকে আনে কপিক্যাট ভিড়। অথবা তারা সবাই
স্বতন্ত্র হতে চেয়েছিল, আর সেই নিজস্ব চেষ্টায় সকলে
এক হয়ে যায়, ধূসর বাদামি হয়ে যায়, তফাত শুধু মাত্রায়,
কে কত কম ফ্যাকাসে। কিন্তু সহজসত্য এইঃ
অজস্র স্যাঁতসেঁতে, নুয়ে পড়া মিনমিনে কবিতার ভিড়ে,
পাগলামো আর অধ্যয়ন মিশে
একটি নতুন ডিকশন তৈরী হবে। মুখ তুলে সে চাইবে একবার,
ভীরু বিনয়ঘোমটা, মাথার আঁচল নামিয়ে জোরে বলে উঠবে,
অনেক হয়েছে ঘ্যানঘেনে পদ্যের ভিড়, নাম চেপে ধরলে
বোঝা যায় না কার লেখা সেই ছেঁদো পদ্যের ভিড়, সবাই সমান, সবাই
একঘেয়ে। এই নাও পরিমিত অথচ নতুন ভাবনা, এই নাও
দার্শনিক গীতিধর্মী একসঙ্গে, এই নাও নীল ছোপ, ভুল হবে না আর,
নীলে বাদামিতে মিশবেনা কখনও। চিনতে পারবে আমার নতুন স্ট্যাম্প।
তারপর আবার সেই সাফল্য ও কপিক্যাট চক্র,
আবার কালক্রম, আবার সেই পুনরাবৃত্তি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন