অরিন চক্রবর্তী



অশ্বমেধ যজ্ঞ

############


আমি এক অশ্বমেধের ঘোড়া

যজ্ঞের আসনে বসে থাকে প্রেমিকা


আমার কানে মন্ত্র বলে

ছিটিয়ে দেয় জল


যা কোষ থেকে কোষে ছড়িয়ে যায়

বিভাজিত হতে থাকে যাপন


মায়াময় সুখের জার্নাল

ভোর হলে নিভে আসে


বাকল জুড়ে বিস্তৃত হও তুমি

আমি লাগামহীন ছুটছি...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন