পাঁচে পা! না না, পাঁচপা নয় মোটেই। এ আমাদের প্রথম বর্ষ পঞ্চম সংখ্যা মাত্র। অঙ্গীকার ছিল নতুন কোনো কোন থেকে আলো ফেলবার। পেরেছি কি? কথা দিয়েছিলাম একদঙ্গল মানুষ একসাথে বাঁচবো শুধু কবিতার জন্যে। কথা রেখেছি কি? স্বপ্ন বুনেছিলাম অঘ্রাণের আঘ্রাণ ভরা নবান্ন লেখা হবে অনাবাদী পাতায় পাতায়। কুঁড়ি এলো কি? এমনই অগুনতি প্রশ্ন রইলো উজ্জ্বলের কবি ও পাঠকের কাছে, যারা না থাকলে উজ্জ্বল নিষ্প্রদীপ। অনেকেই চিঠি লিখছেন উজ্জ্বলকে আরো আরো ভালো করার সুপরামর্শ দিয়ে। তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রত্যাশার অনুরূপ হয়ে ওঠার সাথে সাথে বাংলা কবিতার অঙ্গনকে আরো রৌদ্রজ্জ্বল করে তোলাই আমাদের লক্ষ্য। চাঁদ ফুল তারা হোক বা বিপ্লবের বারুদ, প্রেয়সীর মায়া আঁচলের বাতাস হোক বা পরাবাস্তবতার আলোছায়া, উপোসী মানুষের চোখের জল হোক বা উদাসী বাউলের একতারা.... আমাদের কবিতা যেন সকলকে ছুঁয়ে যায়। সকলে আরো আরো কবিতা পড়ুন, লিখুন, কবিতায় বাঁচুন। এই আকালেও শত শত বাংলা কবিতা লেখা হোক সব আশঙ্কা মিথ্যে করে দিয়ে। আর সেইসঙ্গে আপনাদের সেরা কবিতাগুলি জমা পড়ুক আমাদের দপ্তরে। আমরা কবিতা প্রকাশের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন অর্থ নিইনা। আমাদের সাইটে পাঠকের প্রবেশও অবাধ। উজ্জ্বল একঝাঁক পায়রা কবিতা পত্রিকায় প্রকাশিতব্য প্রতিটি কবিতার জন্য সামান্য হলেও সাম্মানিক দিয়ে আমরা কবিকে শ্রদ্ধা জানাই। তাই শুধু কবিতাকে ভালোবেসে আমাদের হাত ধরুন, পায়ে পা মেলান - অনেক দূরের পথ, আসুন একসাথে হাঁটি আরো বেঁধে বেঁধে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন