চয়ন ভৌমিক

 


মায়াবী চাবুকের শব্দ #####
১)
নির্জন এক চাঁদের মধ্যে ফুটে উঠেছে বাগান;

অকিঞ্চিকর সেইসব রাতে ঘুরে বেড়ায় 
হালকা বাতাসের কথা, আগুনের কথা - 

একলা পেলেই,  কারা যেন ঘিরে ফেলে তোমায়
এ'দিকে তুমি, নিভৃতে খেলা করছো, নিজেকে নিয়ে,
যুদ্ধবার্তা ছিঁড়ে, সেলাই করছো মসৃণ প্রণয়ের জাল :
গোপন অন্তর্বাস, স্তনছায়ার নীচে জমে থাকা
মৃদু ঘাম - হৃদধ্বনি শুনছে তোমার, অকল্পনীয় দূরত্বে।

২)
 বিপন্ন অন্ধকারের ভিতর, আলো
হয়ে জ্বলে আছো তুমি।

পাশ ফিরছো জমে থাকা তীব্র ব্যথায়, কোলবালিশের যত্নে,

কাঁধ বেয়ে নেমে আসা প্রতীক্ষা তোমার,
ক্রমশ জড়িয়ে ধরছে আমায়।

কোথা থেকে ভেসে আসে এত জল
এত আর্তনাদের ভিতরও কোন মন্ত্রে
মনে রাখো সংসারের যাবতীয় কৌশল।

ভেজা পা নিয়ে দেখো, আমিও
উঠে এসেছি সন্তর্পণে 

মসৃণ পাথরের সিঁড়ি বেয়ে, সাথে 
উঠে এসেছে আমাদের সমস্ত 
নীলনক্সা, কেনাকাটা ও লক্ষ্মীর 
দুটি ছোট্ট পা, চন্দনবনের হারানো প্রজাপতি... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন