প্রচণ্ড একটা শীত ধরে যাওয়া দুপুরে
##################
কোনো এক শীত ধরে যাওয়া দুপুর।
খাট আলমারি আসবাবের গায়ে
থেমে যাওয়া গ্লেসিয়ারের ধারা।
বিচ্ছিরি রকম মাষ্টার বেডরুমটার
অবাঞ্ছিত জলাশয় থেকে উঠে আসা আঁশটে গন্ধ,
আমায় জড়িয়ে ধরে টেনে নিয়ে যেতে চাইছে—
অসংখ্য অসংখ্য বরফের হাত।
এক মলাট রবীন্দ্রনাথ বুকে করে
ঝাপসা চোখের বালি, আর,
দেবদারুর কচি পাতা গুলির ওপর
কেউ কি সোহাগ এঁকেছিল? আনমনে বেহাগ—
ঠিক এইরকম একটা কৈশিক বাষ্পময়
লুকোচুরি বেলায়।
"যাও যাও, ভিজে যাও, অন্ধকারের চাঁই"...
আতুর না ছাড়ানো হলুদ ঘাসগুলোর ওপর
ধূপকাঠি জ্বলুক, উলু জোকারের শব্দ হোক আজ!
আমি খুব করে মরে যেতে চাইছি—
প্রচণ্ড জীবনের খোঁজে...আমি লাগামহীন ছুটছি..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন