নীলম সামন্ত

 


পাখি সম্ভার

.........…........ 

দেখতে দেখতে বেলা বেড়ে গেছে অনেক। 

প্রিয়জনের ঘর ফসকে যাবার পর পাখি
নিজেকে আড়াল করে নিচ্ছে গাছের ভেতর৷ 

এক-চোখ দুরত্ব বজায় রেখে
আলোচনা সভায় মুখোমুখি বসেছে
নিজের কঙ্কালের সাথে। 

যতদুর চোখ যায় 
শহরের বাইরে পুরোনো এক রেস্তোরাঁয়
মাথা কাটা বুনো মুরগী শুয়ে আছে টুকরো হবার আশায়৷ 
এক
     দুই
         বারো.................
                                                      হিসেবের পর,
সভ্যতার সমুদ্র পিছিয়ে যাচ্ছে আরও কয়েক গজ। 

আমাদের আবিষ্কার ও ভেঙে পড়া বৃষ্টিপাত দেখে
রেডিওতে সম্প্রচারিত হচ্ছে বৈদিক যুগ ও পাখি সম্ভার।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন