নার্সিসিজম
######
দু চোখ যেদিকে যায় সেদিকেই উড়ে যায় চিঠি
কে লিখলো কাকে লেখা হল এসব অবান্তর
গলে যায় পালকের ওমে। ডানা যাদু জানে।
পাখির পিছনে যাই নদীরেখা দিগন্ত হুস
কতদূর গেলে বলো বাঁক নেবো দেয়াললিখন
অলিগলি তটরেখা হারানো সর্বনাম উপাসনা স্তব
সব জানি ফিরে পাব বা হয়তো কিছুই...
হিসেবনিকেশ সেরে ফেরা গাছবাড়ি কোটর সংসার
চুম্বন গাঢ় হলে উলটে যায় প্যারট কার্ড
পড়শী ছুঁয়ে যায় জ্যোৎস্নাবাস প্রেমিক অজুহাত
ভাল থেকো জড়ুল তিলতিল উপশম
পাখিদের ব্ল্যাকবোর্ড খাজুরাহো তর্জমা শীঘ্রপতন
আমি তো তেমনই আছি যেমন ছিলাম
নদীও ঘরেই আছে,
মাঝি শুধু ভেসে গেছে মাঝদরিয়ায়…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন