অমিত চক্রবর্তী

 

জল, পৃথিবীপরী ###

ব্রহ্মান্ডকে প্রলুব্ধ করবে বলে সে পথে বেরোয়। না জানিয়ে সে চুমুক

দিয়েছে এবার আঁচলা ভরা জল। এঁটো নদী কিন্তু ততক্ষণে মেঘদূত,

অশান্তির বাষ্প হয়ে উড়ে গেছে কোনো এক বিদেশ বিভুঁই। 


পতন সহজ জেনো, ইচ্ছে করলেই গ্র্যাভিটি তোমায় বুকে তুলে নেবে

ছেড়ে দেবে মাটির সহজ রাজত্বে। একলাটি। সেই জল এখন 

ছটফটে উদ্গ্রীব, পেরিয়ে যাচ্ছে গ্রামের বিস্তীর্ণ 

আকাশ, শহরের ভেসে বেড়ানো এরোসল, কারখানার 

আবর্জনা, কাঠকয়লার গুঁড়ো পেরিয়ে

সে এখন সমুদ্রগামী। রাঙা মাছেদের, হাঙর-তিমি-স্কুইডের 

সংসারে সে এখন চাহিদার সুয়োরানি, পৃথিবীপরী। 

                    কখন যে শুরু হয়েছিল 

এই দূরপাল্লার ভালবাসা, আর কখনই বা এই নটরাজ জল বেরোল 

প্রদক্ষিণে, খোপে খোপে ভাগ করে ভালোবাসা বিতরণে

তা আমার জানা নেই। আমি তার দেখা পেলেই ভালমানুষ সাজি

কোনদিন হয়তো ছবি তুলে দেখাবে সেই অভিযানের তৎপরতা। 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন