বাইফোকাল
#######
বুকের ভেতর চেপে রাখতে রাখতে
ব্যথাদের ক্লোরোফিলে
ভার বেড়েছে ব্যথার
কতকাল শুষে নিতে নিতে
পথচলা হয়েছে বিষম।
দু'চোখের মনোরাগে, ধরেছে বাইফোকাল।
দুমুখো আঘাত বারেবারে
ঝাড়পোছ করেছে হাল্কা রঙ
ঘন ধূসরতা বুঝিয়ে দিয়েছে তাই
বুকের ভেতর জড়তা চেপে রাখলে,
সেও ধীরে ধীরে সজীব হয়ে ওঠে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন