জলের কাছে রাখা আছে শোক
--------------------------
আলো ছেড়ে চলে গেলে যেটুকু বহন করে
হৃদয়ের অনুজ্জ্বল নদী
জড়ো হয়ে পড়ে থাকে
মলিন, অবোধ কারুকাজ
অন্ধকার
ব্যর্থ
শূন্যতায়...
তুমি কি বুঝেছ এই শোক—
একাকী কেমন করে নিয়ে চলে জল!
যদি তুমি বুঝে থাকো
তুমিও দাঁড়াও এসে—
অনুজ্জ্বল, নদীটির পাশে,
যেভাবে একটি গাছ নীরবে দাঁড়ায়—
পার্শ্ববর্তী গাছের সমীপে।
তুমিও হৃদয়ে ভেজো
ভিন্নতর শোকের খেয়ায়।
দেখো জলে শোক বয়ে যায়।
দ্রবীভূত খনিজের মতো একা—
শুধু একা বয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন