অদৃশ্য পাঁচিলের দু'ধারে ###################
অদৃশ্য পাঁচিলের দু'ধারে দাঁড়িয়ে দু"জনের
গাঢ় করমর্দন। দুজনেরই চোখে মুখে
লেগে আছে ভোরবেলা পুরোদস্তুর
বুনো গাছপালার মতো ছড়িয়ে পড়েছে
এসে গেছে বুকের ভেতরে। আমরা
স্তব্ধ হয়ে অবাক চলচ্চিত্রে ডুবে যাই
আসলে এ এক জাগর ঘুমের মধ্যে নিরুদ্দেশ
হওয়া। স্বপ্নময় দৃশ্যকাব্যগুলো ততক্ষণে
অদৃশ্য পাঁচিলের দু'পাশ থেকে সরে গেছে। রোদ
পড়ে গেলে ঘনায়মান আঁধারের ভেতর
একে একে জেগে ওঠে রাঙা চোখগুলো
আমাদের মোসায়েবি চিত্রকলায়
বিস্তীর্ণ গোচারণ ভূমি ছাড়া হাঁটবার
জায়গাটুকুও কোথাও পড়ে নেই

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন