অবাক রাখাল
------------------------------ --------
দুঃখবোধগুলো ঝুলিয়ে দিয়েছি গাছে গাছে
দুঃখ সবসময়ই ভেজা হয়, আমাদের কাকভেজা দুঃখবোধ
লকডাউনে কাজ খোয়ানোর ভেজা সকাল
প্রেমিকার সঙ্গে দেখা না হওয়ার গলিত বিকেল
এই সব খসখসে চাঁদের পিঠের ঘষা
তোমাকে ত্রিভুজ বানিয়েছে
যদিও বিস্মিত জানালার ঘনত্বেই
লুকোনো আরশিনগরে পোর্শিয়ার বসবাস, এক যুগ।
রোজকার দুঃখগুলোকে চাঁদ এসে ছায়া দেয়, গাঢ়
অগোচরে যাবতীয় দুঃখগুলোকে স্বর্গের শেষ নদী পার করে দিই
ওপারে তখন তারা হাজার হাজার ফুল হয়ে ফুটে ওঠে অমোঘ সন্ধ্যায়
অবশিষ্ট লাঠি হাতে নিয়ে আমি এক অবাক রাখাল।
--------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন