গৌরাঙ্গ মন্ডল

দূর সম্পর্কের কেউ

@@@@@@@@@@
পিঁড়ি পেতে বসে আছি তলে
কুমারীর স্রোতে ও বল্কলে
জল ওঠে, জল কুঞ্জগামী
নিষেধের মহাকর্ষে মিছে নত, মিছে হয়রানি

আমিও তো ক্লান্ত, সই। মাথার ধমনী ছিঁড়ে ছড়িয়েছি শহুরে সড়ক। 
আগুনের চুড়ি পরে কে যায়! যে যায়, সেও দূর সম্পর্কের খুনি
       
  একাকী বৈরাগ্য সাজে, কাঁদে, গায়, সুরা পান করে
  একাকী বিদেহী হলে সাধুসঙ্গে মাংসদান করে

মাংসের ভেতরে লিখি, পদাবলী। লিখি, পণ্ডঘুম। 
লিখি, খুনিটির অভিসারে বাঁশি প্রেম নাকচ করেনি, আর
          আমারই তা নিয়তি, হে সই
          উড়িয়েছি মাহেন্দ্রিক খই

         কেউ তো একলা না, শ্রথিতসাধনে এসে আজ
         সকলের দাঁতে লেগে আছে
         বিষথলিহীন দৃঢ় দংশনের অথৈ

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন