#########
নির্জনে চলো
এত ভিড়ে অক্ষর নষ্ট হয়
নিয়নের থেকে একটু বেশি বেসো চাঁদকে ভালো
একফালি গলি দিয়ে হাঁটার সময় যতটা
একলা হতে হয়
সারি সারি জানলা, চিৎকার, সবুজ পাল্লার মতো মায়াবী ভ্রম
সিরিয়াল-সংলাপ, নোনা দেওয়ালে পরিচিত সব টুকরো সম্পদ
ফেলে হেঁটে যায় কবি... তারপর পাঁচমুড়া...
শালের জঙ্গল... কিংবা দারন্দা গ্রাম...
শালপাতায় মোটা চিনির দানাদার...
পরকাল মনে হয়! গ্রহ ট্রহ মিলিয়েছে... মোহ... মাতাহারির মতো ছিল,
এখন ছেড়েছে পিছু পিছু ধাওয়া...
ছিন্ন করে সব বিষুবরেখা... একা হও...
প্রসব যন্ত্রণায় ছিন্ন হয়ে যাওয়া ওই পোয়াতি মেয়েটার মতো একলা
------------------------------
ঘূর্ণি
আমায় টেনে নিচ্ছিল ওরা
ঘূর্ণি হাওয়ায় যেভাবে শুকনো পাতা...
আমি ছোট্ট হয়ে যাচ্ছিলাম যেন বয়ঃসন্ধির মেয়ে
ইন্সটাগ্রামে উপুড় হয়ে থাকে ফ্রক-পরা মেয়েদের দল
আঙুল দিয়ে ছুঁয়ে থাকে প্রিয় নায়কের মুখ
ভাবে নিজেকে সুন্দরী নায়িকার প্রতিলিপি
প্রেমে পড়লে মানুষ এভাবে ডুবতে থাকে
মোহে পড়লে পাড়ার মোড়ে গজিয়ে ওঠে
লাল-নীল আলো-জ্বলা, নিয়ন হোর্ডিং সাঁটা সিনেমা হল
তোমার গীর্জাঘরের দিকে কত জটলা
কত যত্নে সাজানো ছিল সেসব...
মিউজিয়ামের মতো পরিপাটি জীবন ফুঁড়ে
পুরনো পাণ্ডুলিপিতে লেগে থাকা ক্ষত
জেগে উঠছে তিমি মাছের মতো...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন