প্রকাশিত হল উজ্জ্বল একঝাঁক পায়রা কবিতা পত্রিকার প্রথম বর্ষ সপ্তম সংখ্যা। ধীর ও নিয়মিত গতিতে এগিয়ে চলেছে পত্রিকা।
কবি ও পাঠকরা তার পথ কেটে দিচ্ছেন সহজ করে। আমরা অনেক নতুন নতুন পরিকল্পনা বুকে নিয়ে দীর্ঘপথ অতিক্রমের সংকল্পে ব্রতী হয়েছি। শীঘ্রই তার বিজ্ঞপ্তি দেখা যাবে। সুতরাং অনেক বেশী বেশী করে কবিতা আসুক পত্রিকায়। শীর্ণ গতিটি উচ্ছ্বলতর হোক। বাংলা কবিতাও তার গর্বের ঐতিহ্য নিয়ে বেঁচে থাকুক আরো হাজার বছর। উজ্জ্বল সেই মহাযজ্ঞে এক ক্ষুদ্র অথচ অপরিহার্য উপকরণ হয়ে উঠুক এই কামনা নিয়ে অব্যাহত থাক আমাদের পথ চলা।সম্পাদকদ্বয়

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন