তপশ্রী পাল

তুমি এলে

========

 

সূর্যকে ঘুম পাড়ানোর পর, কাল বৃষ্টি এলো

মেঘের সাথে অনেক বোঝাপড়ার পর, কাল বৃষ্টি এল

বিজলীর তারে মন পোড়ানোর পর, কাল বৃষ্টি এলো

আমার অপেক্ষার পাটখোলা জানালায়, কাল বৃষ্টি এলো ।


ভেজা কাঁচে ইকড়িমিকড়ি খেলা জলে, আঙুল বুলিয়ে লিখি ‘ক’ -

যেন তুমি এলে!

সোঁদা গন্ধ মাখা মেঠো কাদায়, পা ডুবিয়ে লিখি ‘ক’ –

যেন তুমি এলে!

উন্মুক্ত ঠোঁটে বৃষ্টির ফোঁটা চেটে, অস্ফুটে স্বরে বলি ‘ক’ –

যেন তুমি এলে!

কাল মন ভালো করা বৃষ্টি এলো

তাই মনে মনে তুমি এলে!



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন