রোদনামচা
#####
একটা অলস সূর্য এসে বসছে সটান বারান্দায়
চোখ জুড়িয়ে স্বপ্ন বোনে, পাহাড় খাঁজে প্রলেপ দেয়
সব খাঁড়িতে সাঁতার কেটে বাতিল করে মাৎস্যন্যায়
#
রান্নাঘরের সব বাসনে বাজছে রোদের ম্যান্ডোলিন
তাতেই মজে পোর্সেলিনায় বাঁক নিল কে হেয়ারপিন
বাঁকের শেষে চা বাগানে নতুন উলের গন্ধ আনে
রন্ধ্র ভরে দ্বন্দ্ব আনে -- কোথায় হবে অন্তরীন
#
একটা অলস বারান্দায় সূর্য সটান বসতে চায়
কাজের কথা উড়িয়ে দিয়ে ভেতরবাড়ির নাগাল পায়
ঘুম পাড়িয়ে গল্প বলে, অন্যদেশের রোদ আনে
রোদ না হলে জল খেয়ে মাছ বাঁচত কিনা কে জানে !

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন