প্রতিবাদহীন লেখা
@@@@@@@@@@@
রজ্বঃ তুলে নিই যদুবংশের শেষে
চিহ্নে চিন্হে তখনও সুদামা জ্বলে
প্রণম্য বিষ,তোমাকে আমার দেশে
আমিও হত্যা তুমিও হত্যাকারী
দুজনের হাতে পোড়া মগজের দাগ
আমিটি কিন্তু স্পষ্ট বলতে পারি
আমাদের ছিল পারস্পরিক রাগ
এত আগুনের জননী জনিত মায়া
সামাল না দিয়ে আমি ত্রুবাদুর খুঁজি
কেউ অন্ততঃ বলে যাক এই ছায়া---
শিশু পোড়াচ্ছি ওঁ শুচি ওঁ শুচি
জলাশয় তীরে বক উড়ে আসে।কালো
মানুষের মতো গলা চুষে নিই তার
উদ্ভিদ থেকে হরেক রকম আলো
দেখাচ্ছে আমি লিলিথের পোড়া হাড়
ভালো করে দেখো পাথরের এইখানে
ছিঁড়িতেছিলাম বালক জঙ্ঘাটুকু
ঐখানে সবে চেড়া যোনিটির টানে
গুঙিয়ে ডাকছি,আয় খুকু...আয় খুকু...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন