@@@@@@@@
যদি সে না পারে?
কিছুই না পেরে আসে?
সুস্বাস্থ্যের জোর আর কতদিন--
গুনে গুনে ক্ষয়ে ক্ষয়ে অতিক্রম করি।
ভেড়ি পাহারারত ইলেকট্রিক বাল্বের আলো
পেরিয়ে মানুষ-পোড়া আড়ম্বর বেমানান লাগে।
অথচ কাঁকড় কেউ সচেতনভাবে চেবাতে চায় না।
আশা করি সে ব্যতিক্রমী স্থিতির কাঁকড় হয়ে দেবেনা চমকে।
আমাদের মৃতদেহ খেলে খাবে শুধু তাকে অবিশ্বাস না করুক।
না করে যাতে সে ভ্যাকসিনের চাহিদা বাজারে কেমন কেউ ঠিক দেখছেন।
এবং এ দেখা যে ব্যক্তিক নয় সেও জানবে একা একটি যুদ্ধপাঠ নিতে নিতে।
নিরপেক্ষ বোমা ফেটে তখন একদিকে সন্তানাঙ্গ আর একদিকে আ মরি বাংলাভাষা।
কোনপাশে ঝুঁকে পড়ে তুলাযন্ত্রে অনিত্য-পেঁয়াজকলি যেক্ষণে পিতার কণ্ঠে 'ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড'?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন