সুদেষ্ণা দত্ত সাহা

 


ময়ূরাক্ষী
~~~~~


ময়ূরাক্ষী ব্রিজ পেরিয়ে যাচ্ছে। এযাবৎ ভরা নদীতে  নাগরিক ডিপ্রেশন। বৃদ্ধাকাশের পশ্চাৎমুখী আন্দোলন। 
হাতে রঙিন ঘুড়ির শৈশব, আদিবাসী কিশোর, মায়াময় মুখ। অদূরে ফুটন্ত ভাতের গন্ধ, কলমী সেদ্ধ। রাস্তার বাঁকে খাজাঞ্চীখানা, পুরোনো চন্ডীমন্ডপ, ভাঙাচোরা দেউল। মধ্যদিনের রোদ অন্যমনা মুখে, কিশোরী ওড়নায় বেলাগাম হাওয়া।
শেষ বিকেলে সন্ধ্যামণি বাঁক পেরিয়ে এলে লক্ষ্মীর পা আঁকা উঠোন, তুলসীমঞ্চে ধূপগন্ধ, শঙ্খরব। সন্ধ্যার একপারে জ্যোৎস্নার স্তিমিত আলোয় মায়ের মুখ। দুচোখে টলটল করছে  অথৈ ময়ূরাক্ষী।
____________________________________


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন