সম্পাদকীয়



    উজ্জ্বলের প্রথম বর্ষ অষ্টম সংখ্যা বেরোল। আগের সংখ্যাতেই বলা হয়েছে যে উজ্জ্বল নতুন প্রকল্পের কথা ভাবছে, এ সংখ্যায় আর একটু বিশদ জানাচ্ছি আমরা।

প্রকল্প গুচ্ছকবিতা। কবিরা ১২টি কবিতার সমাহার পাঠাতে পারবেন, ৫ থেকে ১০টি কবিতা প্রকাশ পাওয়ার প্রত্যাশায়। কটি প্রকাশ পাচ্ছে সেই অনুযায়ী সাম্মানিক দেওয়া হবে – আপাতত উজ্জ্বল ৩০০ টাকা সাম্মানিক দিতে পেরেছে, আমরা আশা করছি গুচ্ছকবিতার জন্যে আমরা ৭৫০ থেকে ১৫০০ টাকা অবধি সাম্মানিক দিতে পারব। কিছুদিনের মধ্যেই বিশদ জানিয়ে বিজ্ঞাপন দেওয়া হবে। 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন