রাজদীপ ভট্টাচার্য্য

শহরের রাখালেরা

@@@@@@@


শহরের রাখালেরা ফিরে যায় বাঁশিটি হারিয়ে

শহরের রাখালেরা গান গায় সুর-নেই গান 

সে গানের কথাগুলি এতটাই অপ্রচলিত 

শোনে তবু কারু মনে তারবাদ্য মোটেও বাজে না


শহরের বুকে তবু মাঝরাতে রাত নেমে আসে

নীরবতা চিরে ফেলে কেউ যেন বেহালা বাজায়

ঘুমের মধ্যে দিয়ে চুঁইয়ে ছড়ায় সুর সাদা ও ধূসরে

সারারাত জেগে থাকে ব্যালকনি, ঘুমের ওষুধ 


শহরের বুকচিরে নদী আছে কেউ তা জানে না

অথচ সবার ঘুমে মনে পড়ে নদীটির কথা 

সারাদিন ভুলে থাকে শহরের ব্যস্ত রাখাল

শহরের বুকচিরে নদী আছে কেউ কেউ জানে



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন