অরুণিমা সান্যাল ও একটি বিড়াল
###########
অহোরাত্র কবি মাথা ঠুকে ঠুকে
দুটি মাত্র পঙক্তি লিখেছে -
ঘোর অবসাদে একটি মুখ,
ঠোঁটে চুম্বনের দাগ... তারপর
আর কিছু নয়
রোমাঞ্চকর দুধসাদা কাগজ সুগন্ধ।
ধূ ধূ আকাশের গায়ে হামাগুড়ি
দিয়ে নামছে এক শিকারি বিড়াল।
তার খয়েরি দু'চোখে স্পষ্ট
মৃত্যুর ক্ষিপ্রতা ...
অজস্র আঁচড় শিহরনে
একটানা সারারাত কবি লিখে গেল
অরুণিমা সান্যালের মোম সাদা মুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন