পৃথা চট্টোপাধ্যায়

 

অতসী বিকেলে
@@@@@@

কখনো ডাকো না আর অতসী বিকেলে
আসন্ন হলুদ রঙে সেজেছে আকাশ
এমন কাঞ্চন দিন খুব কম আসে

শীত চলে যায় রেখে তার বাঘ নখ
সুকুমারী মেয়েটির কত হয় ভুল
এইসব পায়ে পায়ে চলা...
ফুরালে দিনের আলো
তুলসী তলায় আজও কেউ রেখে যায় প্রদীপের ডালা
পেতে রাখে কাঙালের হাত
সেই দেশে জল নেই , মৃত মন সার
সব কিছু জানো তবু ডাকো না তো আর
অতসী বিকেলে কেন বলো না তো কথা

শীত এসে ফের চলে যায়
রেখে যায় বাঘ নখ ছাপ বসন্তের গায়
সুকুমারী মেয়েটির সাথে কবে কোন হয়ে যায় ভুল
শহুরে রাখাল এসে দেয় বুনো ফুল  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন